রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুর তৃণমূল বিএনপি’র বিশ্বাস ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মনজুর এলাহীর হাতে থাকবে ধানের শীষ
কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও পূর্বের ন্যায় সকলকে সাথে নিয়ে কাজ করে যাব- জেলা প্রশাসক, নরসিংদী

কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও পূর্বের ন্যায় সকলকে সাথে নিয়ে কাজ করে যাব- জেলা প্রশাসক, নরসিংদী

নিজস্ব প্রতিবেদকঃ

১০ নভেম্বর জেলা প্রশাসন, নরসিংদীর সার্বিক তত্ত্বাবধানে এবং “উত্তরণ” সামাজিক সংগঠন-এর আয়োজনে নরসিংদী জেলায় কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম ও সমগ্র জেলা পরিভ্রমণ-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফুল করীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, উত্তরণের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী, উপদেষ্টা রায়হানা সরকার, সভাপতি খলিলুর রহমান আপেল। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নরসিংদী জেলায় করোনাভাইরাস সংক্রমণের আগে থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন জেলা প্রশাসনের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে এবং কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave মোকাবেলায়ও পূর্বের ন্যায় সকলকে সাথে নিয়ে কাজ করে যাব। তিনি প্রত্যেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। মাস্ক পরিধান ও স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম ও সমগ্র জেলা পরিভ্রমণ পর্যায়ক্রমিকভাবে জেলার সকল উপজেলাতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD