মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত নরসিংদীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী কতৃর্ক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার দায়িত্ব গ্রহন ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ
নরসিংদীতে ন্যায্য নিয়োগ প্রক্রিয়া   ও বহুপাক্ক্ষইক  সামাজিক সংলাপ  শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ন্যায্য নিয়োগ প্রক্রিয়া   ও বহুপাক্ক্ষইক  সামাজিক সংলাপ  শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : 

নরসিংদীতে ন্যায্য নিয়োগ প্রক্রিয়া  নিয়ে বহুপাক্ক্ষইক  সামাজিক সংলাপ  শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এম ডি এস) প্রধান কার্যালয়ের ‘আই টি ডি ই’ মিলনায়তনে অনুষ্ঠিত নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে মত বিনিময় সভায় ভুক্তভোগী বিদেশ ফেরত  অভিবাসী, গমনিচ্ছুক অভিবাসী, আদম ব্যবসায়ী,  রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি, আদম ব্যবসায়ীদের দালাল, ভুক্তভোগী পরিবারের অভিভাবক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়াধীন ‘টি টি ডি সি’র  সংশ্লিষ্ট কর্মকর্তা, বি এম ই টি ‘র কর্মকর্তা, সাংবাদিকসহ সুশীল নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এতে অংশ নেয়। ১৮ নভেম্বর, বুধবার এম ডি এস ‘র আই টি ডি ই মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন   নরসিংদীর ‘ টি টি ডি সি ‘র অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহতাব উদ্দীন ও অভিবাাসী অধিকার ফোরাম ও ইনসিডিন বাংলাদেশের পলিসি এন্ড ল উপদেষ্টা  এ্যাড. রফিকুুল আলম ,  জেলা শ্রম ও জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ শহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিদা বেগম। এমডি  প্রতিষ্ঠাতা  নির্বাহী পরিচালক সাংবাদিক ফাহিমা খানম এর সভাপতিত্বে দিনব্যাপী সেমিনারে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি জসীমউদ্দিন আহমেদ জাহাঙ্গীর,  বোয়াফ ‘র সমন্ময়কারী  রুনা বেগম , মোপস্ ‘র নির্বাহী পরিচালক মো. আলি হোসেন, রুবি বেগম, স্বপ্না বেগম প্রমুখ । ইনসি্ডি্ন  বাংলাদেশ ও বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম (বোয়াফ) ‘র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় এমডিএস এর নির্বাহী পরিচালক ফাহিমা খানম তার শুভেচ্ছা ও সমাপনী বক্তব্যে আগত অতিথিসহ অংশগ্রহণকারী সবাইকে এম ডি এস তথা আয়োজক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD