সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রুনুর জানাজা অনুষ্ঠিত মাধবদীর পাঁচদোনায় স্বেচ্ছায় মানব ও সমাজসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক ওসি, ডিবি, নরসিংদীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা নরসিংদীতে বিএনপি নেতার মা-বাবার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
শিবপুরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি মোহন

শিবপুরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি মোহন

শিবপুর প্রতিনিধিঃ
‘‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে ভূমি ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শিবপুর উপজেলায় ৪২টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে এসব ঘর।
উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামে ৬০ শতাংশ সরকারী জমির উপর ৩০টি ও দুলালপুর ইউনিয়নের দুলালপুর চিনাদী ও আলীনগর গ্রামে ২৪ শতাংশ সরকারী খাস জমির উপর ১২টি ঘর নির্মাণ করা হচ্ছে। দুই শতাংশ জমির উপরে হওয়া প্রতিটি ঘর নির্মাণ কাজ এখন প্রায় শেষ প্রান্তে। দুই কক্ষ বিশিষ্ট ঘরে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। সারা দেশের ন্যায় প্রতিটি ঘর একই নকশায় তৈরী করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের জানুয়ারী মাসে এই ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। ২ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাবো গ্রামে এসব ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সহসভাপতি আলমগীর হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD