নিজস্ব প্রতিবেদকঃ
৫ই জানুয়ারি মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় শিবপুর উপজেলার ইটাখোলা কুমরাদী পূর্বপাড়া জামিয়া রাহমানিয়া (মাদ্রাসা) করোনা ভাইরাস সহ সকল বালা মসিবত থেকে মুক্তি কামনায় মাদ্রাসা ময়দানে তাহ্ফিজুল কুরআন উন্নয়ন ফাউন্ডেশন নরসিংদী জেলার উদ্যোগে ২য় বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আর পি গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আ: রাজ্জাক টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোশারফ হোসেন মোল্লা, ইটাখোলা বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতী আ: রহিম কাসেমীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাবীব মীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর প্রোপ্রাইটার মোঃ আরমান সাধু, মোঃ শফিকুল ইসলাম ও হাফেজ মাওলানা ফখরুদ্দীন। প্রতিযোগিতায় নরসিংদী জেলা ব্যাপী হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্ররা অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারকাযুত তাহ্ফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী, উত্তর বাখরনগর মাদ্রাসার প্রিন্সিপাল ও উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা তাজুল ইসলাম। উক্ত প্রতিযোগিতায় (২০ পাড়া ধারাবাহিক অনুর্ধ্ব ১৭) ১ম পুরষ্কার স্বর্ণপদক অর্জন করেন শিবপুর উপজেলার ভুরবুড়িয়া গ্রামে অবস্থিত মদীনাতুল উলূম ইসলামিয়া মাদরাসার ছাত্র মোঃ ইব্রাহিম খলিল মাহমুদ। মোঃ ইব্রাহিম খলিল মাহমুদ ১ম স্থান অর্জন করে স্বর্ণ পদক পাওয়ায় মদীনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহনেওয়াজ ভূইয়া, মুহ্তামিম আলহাজ্ব হাফেজ মাওলানা কাউসার ও অত্র মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ ক্বারী শাওয়াল হোসাইন শুকরিয়া আদায় করেন।