নরসিংদী প্রতিনিধিঃ
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পলাশের ঘোড়াশাল পৌরসভার সম্ভাব্য আওয়ামীলীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র মোঃ শরীফুল হকের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী মোঃ শরীফুল হকের নেতৃত্বে বুধবার বিকাল ৩ টায় নির্বাচনী এই গণসংযোগ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল পৌরসভা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের তৃনমুলের ভোটের প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ শরীফুল হক ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে সকলের দোয়া ও সমর্থন চান। এ সময় আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি ও পৌর যুবলীগের সভাপতি মনির মোল্লা প্রমুখ। আগামী ৫ম ধাপে ঘোড়াশাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।মিছিলটি জন সমুদ্রে পরিনত হয়েছে।