শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। ১৩ জানুয়ারি বুধবার সকাল ১১টায় শিবপুর উপজেলার পুটিয়া ত্রিমোহনী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়, আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড়তল্লা গ্রামের নান্নু মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮) ও শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ঘোড়ারগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে।