নিজস্ব প্রতিবেদকঃ
চতুর্থ ধাপে পৌর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে নরসিংদীর ২ পৌরসভায় মেয়র পদে ১২ জনসহ মোট ১২৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে নরসিংদী পৌরসভায় মেয়র পদে ৭ জনসহ মোট ৬৬ জন এবং মাধবদী পৌরসভায় মেয়র পদে ৫ জনসহ মোট ৬০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
নরসিংদী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে নরসিংদী পৌরসভায় প্রতিদ্বন্ধিতা করতে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ৩ টি মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন কাউন্সিলর পদে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে। মেয়র যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, ইসলামী আন্দোলনের আসাদুল হক, বিএনপি’র হারুণ অর রশিদ, আওয়ামী লীগের আমজাদ হোসেন বাচ্ছু, আশরাফুল ইসলাম সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে , এস এস কাউয়ুম, মোন্তাজ উদ্দিন ভূইয়া ও রিপন সরকার।
অপর দিকে মাধবদী পৌর সভায় মেয়র পদে ৫ জন, ৪ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২ জন ও ১২ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে যারা মনোনয়ন পত্র দিয়েছেন তারা হলেন, বিএনপির মনির হোসেন, আওয়ামী লীগের মোশাররফ হোসেন মানিক স্বতন্ত্র আনোয়ার হোসেন, ফরিদা ইয়াছমিন ও মনির হোসেন শামিম।
উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ামী চতুর্থ ধাপে দেশে ৫৬ টি পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে নরসিংদী সদর উপজেলার নরসিংদী পৌরসভা (ব্যালটে) ও মাধবদী পৌরসভার(ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৭ জানুয়ারী) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন উল্লেখ যোগ্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। আগামী ১৯ জানুয়ারী মনোনয়ন পত্র বাচাই, ২৬ জানুয়ারী প্রত্যাহারে শেষ দিন এবং ২৭ জানুয়ারী প্রতিক বরাদ্ধ দেওয়া হবে।
মনোনয়ন পত্র মজা দিতে অনেক প্রার্থীই তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আসেন। আবার অনেকে নিজে না এসে তাদের প্রতিনিধি দিয়ে মনোনয়ন পত্র জমা দেন।