শনিবার, ২২ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক ওসি, ডিবি, নরসিংদীর বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা নরসিংদীতে বিএনপি নেতার মা-বাবার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকারই প্রয়েজনীয় সংস্কার করবে ————- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কৃষক দলের কেন্দ্রীয়নেতা বিল্পবকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ
মনোহরদীতে ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

মনোহরদীতে ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে মাটি ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন । আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকাল ১১টার দিকে মনোহরদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মনোহরদী পৌর শহরের চন্দনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন (৩০) এবং নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৬০)। আহতরা হলেন, আল-আমিন (৪০),আলেহা বেগম (৬০) এবং শহিদুল ইসলাম(৫০)। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থা ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চালাকচরগামী একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক পাশ কেটে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সাকে চাপ দেয়। এতে অটোরিক্সাটির একপাশ দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই এর আরোহী মামুনের মৃত্যু হয়। এসময় সিএনজিতে থাকা অন্য চারজন গুরুতর আহত হয়। পুলিশ এবং স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আছিয়া নামে আরেকজনের মৃত্যূ হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ট্রাকটি সিএনজিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দ্রুত ড্রাম ট্রাকটি সনাক্ত করে ড্রাম ট্রাকের চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD