নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে ১৫০০ পিস ইয়াবাসহ মোঃ জহিরুল ইসলাম (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাং স্বর্পনিগৈর এলাকার (বর্তমান ঠিকানা মাধবদীর ভগিরপুর) ছহিদ মিয়ার ছেলে।
রবিবার ৭ই মার্চ রাত ৯টা ২৫ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবদী থানার ভগিরথপুর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ ঘটনায় মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।