নিজস্ব প্রতিবেদকঃ
জনস্বার্থে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ৬ এপ্রিল ২০২১ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলা শহর ও বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণসহ জনস্বার্থে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর তফসিলভুক্ত বিভিন্ন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় নরসিংদী জেলা পুলিশ এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।