মঙ্গলবার ১৩ জুলাই ২০২১ নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। সভায় নরসিংদী জেলার সকল ইউনিটের প্রশাসনিক কাজের সাথে সম্পৃক্ত সিভিল স্টাফ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা পুলিশের প্রশাসনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার নরসিংদী।