সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে জবাই করে হত্যা শিবপুরে চক্রধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত জাঙ্গালিয়া বাজারে মেসার্স ফাইজা ট্রেডার্স এর শুভ উদ্বোধন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে যোগদানকৃত জেলা প্রশাসক এর দায়িত্বভার গ্রহণ
নরসিংদী সদর উপজেলার নজরপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নরসিংদী সদর উপজেলার নজরপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনীর হাতে মোঃ ইকবাল হোসেন (২৫) নিহত হয়। গত ১ আগষ্ট রোববার সকাল ৭ টায় ইকবাল হোসেন (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। এলাকাবাসী ও নিহতের আত্মীয়-স্বজনের সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে নিহত ইকবাল ও তার ভাতিজা ( আনোয়ার) বাড়ী ফেরার পথে শেখ হাসিনা সেতুর পূর্বপান্তে বোখারী মার্কেটের সাথে শাপলা রেস্টুরেন্টের সামনে এসে পৌচ্ছেলে পূর্বে থেকে উৎপেতে থাকা রাসেল মিয়া (২৬), পিতা- হবি মিয়া, সেলিম (৩০), পিতা- কামাল মিয়া, হবি মিয়া (৫০), পিতামৃত- বাদশা মিয়া, সর্ব সাং- দড়ি নবীপুর, নজরপুর, থানা ও জেলা – নরসিংদীসহ আরও অজ্ঞাত ৪/৫ মিলে পথ অবরুদ্ধ করে রাস্তার পাশে রাখা ইট দিয়ে ইকবালের মাথা থেঁতলিয়ে দেয়। ইকবাল ও তার ভাতিজার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামীরা দ্রুত নরসিংদী শহরের দিকে পালিয়ে যায়। গুরুত্বর আহত ইকবাল কে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্হার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে মৃত্যু বরণ করেন ইকবাল। নিহতের লাশ দড়ি নবীপুর গ্রামে এসে পৌচ্ছালে এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। পুরো গ্রাম সহ আশপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে। শত শত নারী/ পুরুষ নিহতের লাশ একনজর দেখার জন্য নিহতের বাড়ীতে ভিড় জমায়। রোববার বাদ মাগরিব নামাজের পর নিহতের জানাযা নজরপুর বটতলা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বাদল সরকার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন সরকার, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল মাস্টারসহ হাজার হাজার মুসুল্লী অংশগ্রহণ করেন। এ বিষয়ে নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD