সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে জবাই করে হত্যা শিবপুরে চক্রধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত জাঙ্গালিয়া বাজারে মেসার্স ফাইজা ট্রেডার্স এর শুভ উদ্বোধন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে যোগদানকৃত জেলা প্রশাসক এর দায়িত্বভার গ্রহণ
নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী প্রেস ক্লাবের ২০২১-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) আনন্দঘন পরিবেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ২০ ভোট পেয়ে বৈশাখী টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার সম্পাদক হুমায়ূন কবির শাহ্ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক মোহাম্মদ মাসুম জানান, প্রেস ক্লাবের ৫৩ জন সদস্যের মধ্যে ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ২০ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে হুমায়ূন কবির শাহ যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আসাদুল হক পলাশ, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মনজিল-এ-মিল্লাত, কোষাধ্যক্ষ পদে জয়নুল আবেদীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এ এইচ ভুঁইয়া সজল, দপ্তর সম্পাদক পদে এটিএম মোস্তফা বাবর (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) নির্বাচিত হন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে বিশ্বজিৎ সাহা, শাহীন মিয়া এবং আব্দুল হান্নান ভুঁইয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এবং নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD