নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী প্রেস ক্লাবের ২০২১-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) আনন্দঘন পরিবেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ২০ ভোট পেয়ে বৈশাখী টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার সম্পাদক হুমায়ূন কবির শাহ্ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক মোহাম্মদ মাসুম জানান, প্রেস ক্লাবের ৫৩ জন সদস্যের মধ্যে ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ২০ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে হুমায়ূন কবির শাহ যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আসাদুল হক পলাশ, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মনজিল-এ-মিল্লাত, কোষাধ্যক্ষ পদে জয়নুল আবেদীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এ এইচ ভুঁইয়া সজল, দপ্তর সম্পাদক পদে এটিএম মোস্তফা বাবর (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) নির্বাচিত হন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে বিশ্বজিৎ সাহা, শাহীন মিয়া এবং আব্দুল হান্নান ভুঁইয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এবং নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ।