সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সংবর্ধনা ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে শ্রমিক নিহত নরসিংদীতে হত্যা এবং ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত নরসিংদীর সদর শিলমান্দী ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত মাধবদীতে সমীর ভুঁইয়ার স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে বিদেশী পিস্তল সহ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে শহীদ সাইফুল ইসলাম ও রিপনের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে মরহুম রমিজ উদ্দিন ফকিরের ষষ্ট মৃত্যু বার্ষিকী পালিত
নরসিংদীতে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নরসিংদীতে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ফখরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরের চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়ার সঙ্গীতা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের ছেলে সালমান সাফায়াত।রেশমী পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে। স্বজনেরা জানায়, ২ বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমীর সঙ্গে ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার মো. সাইফুল্লার ছেলে ফখরুলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতেন।এরই মধ্যে ছেলে সন্তানের জন্ম হয়। সবশেষ সোমবার দিবাগত রাত ২টার দিকে রেশমী ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ফখরুলের বাবা সাইফুল্লাহ বলেন, রবিবার রাত ১২টায় ফখরুল বাহির থেকে বাসায় আসে। পরে রাত ২টায় ফখরুলের বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই।কিছুক্ষণ পরে আমরা রুমে গিয়ে রেশমী ও তার ছেলে সালমানকে বিছানায় গলাকাটা অবস্থায় দেখতে পাই। আমাদের উপস্থিত টের পেয়ে ফখরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তার বড় ভাই ধাওয়া দিয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। নিহতের বাবা পারভেজ মিয়া বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েটাকে মানসিক ও শারীরিক ভারে নির্যাতন করতো। আমরা কষ্ট পাবো ভেবে আমার মেয়ে আমাদেরকে কিছুই বলত না। তিনি আরও জানান, ফখরুল মাদকাসক্ত ছিল। কিন্তু আমরা জানতাম না। এসব তথ্য আমাদের কাছ থেকে গোপন রেখে বিয়ে দিয়েছিল। এখন আমি আমার মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD