বাবুল মিয়া
রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মেম্বারসহ আহত ৩ জন। আহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লক্ষীপুরা গ্রামের মৃত মৌলভী সুরত আলীর পুত্র মিলন মেম্বার এর সাথে একই গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র বাদল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এরই জের ধরে ২৪ ডিসেম্বর শুক্রবার বিকেল বেলা বাদল মিয়ার নেতৃত্বে একই গ্রামের সুজন (২৫), আশিক (১৮), শিমুল (২০), রানা (১৮), সাহেব আলী (২৫), আমির উদ্দিন (৫৫), জসিম (১৮) দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিলন মেম্বারের দখলীয় সম্পত্তিতে জবরদখল করার চেষ্টা করে। এতে মিলন মেম্বার ও তার দুই ছেলে তুহিন ও মুহিন বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। হামলায় মিলন মেম্বারসহ তার দুই ছেলে আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে চিকিৎসা করান। এ বিষয়ে বাদল মিয়ার বক্তব্যে নিতে তার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। মিলন মেম্বার জানায়, দীর্ঘদিন যাবত বাদল গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন বাদল ও তার সহযোগীদের হামলায় আমি ও আমার দুই ছেলে আহত হই। এ বিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছে।