রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুর তৃণমূল বিএনপি’র বিশ্বাস ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মনজুর এলাহীর হাতে থাকবে ধানের শীষ
শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে সৃজনশীল পদ্ধতি বিষয়ে কর্মশালা

শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে সৃজনশীল পদ্ধতি বিষয়ে কর্মশালা

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের কামারটেকে প্রতিষ্ঠিত ‘তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র শিক্ষকদের সৃজনশীল পদ্ধতি সম্পর্কিত বিষয়ে শনিবার (৮জানুয়ারি) দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রী গৌতম চন্দ্র মিত্র। কর্মশালার উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন।

একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বশির।

প্রধান অতিথির ভাষণে জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন, শিক্ষার মান উন্নয়নের শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ একটি অত্যাবশ্যক বিষয়। শুধু বিষয় ভিত্তিক প্রশিক্ষণ নিলেই হবে না, শিক্ষকদের শ্রেণিতে পাঠদানের আগে নিজেদেরকেও নিয়মিত প্রচুর পড়ালেখা করতে হবে। তাহলেই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মশালায় বাংলা, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন যথাক্রমে বাংলা বিষয়ের মাস্টার ট্রেইনার নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরা খাতুন,একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজ্ঞান বিষয়ের মাস্টার ট্রেইনার মোঃ আবুল হাশেম ও নরসিংদী জামেয়া-ই-কাশেমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আইসিটি বিষয়ের মাস্টার ট্রেইনার মোঃ মনির হোসেন।
দিনব্যাপী এ কর্মশালায় একাডেমির ২৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণকালে বিদ্যালয়ের বিভিন্ন দিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD