নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ২৬/০১/২০২২ খ্রিঃ তারিখ নরসিংদী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার ও সহকারী পরিচালক মোঃ শরিফুল হক পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। উক্ত অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটা পরিচালনার দায়ে রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর, তুলাতুলীতে অবস্থিত “মেসার্স বিসমিল্লাহ ব্রিকস” ও লালপুর, বড়ইতলা, চরসুবুদ্ধিতে অবস্থিত “মেসার্স এস বি সি ব্রিকস ফিল্ড” দুইটিকে ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা পরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং এক্সকেভেটর দিয়ে ইট ভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয় ও পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নোটিশের প্রেক্ষিতে রায়পুরা উপজেলার বড়ইতলা, চরসুবদ্ধিতে অবস্থিত “এলাইড ব্রিক ফিল্ড” নামক ইট ভাটার ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ থাকায় পানি দিয়ে শুধুমাত্র কাঁচা ইট নষ্ট করা হয়। অভিযানের সময় নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তাগণ বলেন, পরিবেশ দূষণকারী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।