বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় রায়পুরায় ইউনিয়ন পরিষদের কক্ষে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নরসিংদীর শিবপুরে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছেন পুলিশ” শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ নরসিংদীতে চাঞ্চল্যকর খুনের রহস্য উদঘাটন করেন পিবিআই পুলিশ সংস্কার কখনও বটগাছের মত এক জায়গায় দাড়িয়ে থাকে না —-রুহুল কবির রিজভী শিবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তারেক গ্রেপ্তার শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শিবপুরে বিএনপির আনন্দ মিছিল, নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
শিবপুর আয়ূবপুরে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

শিবপুর আয়ূবপুরে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৭ই জানুয়ারি আনুমানিক রাত ১০.৩০ ঘটিকা সময় আয়ূবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আইনুদ্দীন প্রধান শহীদ মিনারে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে বাড়ী যাওয়ার সময় সন্ত্রাসী হামলার স্বীকার হন। তিনি ঘাশিরদিয়া পশ্চিমপাড়া ব্রিজ সংলগ্ন পৌঁছলে পূর্বে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীগণ তার উপর হামলা করে রক্তাক্ত জখম করে। তার সাথে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। তিন তিন বারের সফল মেম্বার আইনুদ্দীনকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে নরসিংদী সদর হাসাপাতালে ভর্তি করেন। এ বিষয়ে আইনুদ্দীন প্রধান নরসিংদী আদালতে একটি মামলা করেন। মামলার সূত্রে জানা যায়, মোসলে উদ্দিন মুসার পুত্র আল-আমিনের নেতৃত্বে জাকির, সোহেল, মিষ্টু মিয়া, মোস্তফা, মোখলেছ গং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আইনুদ্দীনের উপর হামলা করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। প্রবীন এই আওয়ামীলীগ নেতার উপর হামলার কারণে এলাকাবাসী তীব্র নিন্দা জানায় ও প্রশাসনের যথাযথ সদয় দৃষ্টি কামনা করেন। শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD