নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৭ই জানুয়ারি আনুমানিক রাত ১০.৩০ ঘটিকা সময় আয়ূবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আইনুদ্দীন প্রধান শহীদ মিনারে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে বাড়ী যাওয়ার সময় সন্ত্রাসী হামলার স্বীকার হন। তিনি ঘাশিরদিয়া পশ্চিমপাড়া ব্রিজ সংলগ্ন পৌঁছলে পূর্বে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীগণ তার উপর হামলা করে রক্তাক্ত জখম করে। তার সাথে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। তিন তিন বারের সফল মেম্বার আইনুদ্দীনকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে নরসিংদী সদর হাসাপাতালে ভর্তি করেন। এ বিষয়ে আইনুদ্দীন প্রধান নরসিংদী আদালতে একটি মামলা করেন। মামলার সূত্রে জানা যায়, মোসলে উদ্দিন মুসার পুত্র আল-আমিনের নেতৃত্বে জাকির, সোহেল, মিষ্টু মিয়া, মোস্তফা, মোখলেছ গং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আইনুদ্দীনের উপর হামলা করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। প্রবীন এই আওয়ামীলীগ নেতার উপর হামলার কারণে এলাকাবাসী তীব্র নিন্দা জানায় ও প্রশাসনের যথাযথ সদয় দৃষ্টি কামনা করেন। শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।