বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নরসিংদী সরকারি কলেজে ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে ফরম বিতরণ শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার নরসিংদীতে তাঁত বোর্ড শিক্ষার্থীদের নানা দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে ফেসবুকে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার শিবপুরে থানা থেকে আ:লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন চেয়ারম্যান অনুপস্থিতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে আয়ুবপুর ইউনিয়ন পরিষদে সর্বস্তরের জনগণ শিবপুর পৌর বিএনপির আয়োজনে সুলতান উদ্দিন মোল্লা স্মরণে আলোচনা সভা
বেলাব শিশু ধর্ষণের প্রধান আসামি চুনারুঘাট বাল্লা গ্রাম থেকে গ্রেফতার

বেলাব শিশু ধর্ষণের প্রধান আসামি চুনারুঘাট বাল্লা গ্রাম থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে র‌্যাব-১১ এর অভিযানে শিশু ধর্ষণের প্রধান আসামি মিরাজকে সিলেটের চুনারুঘাট সীমান্ত এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ফ্লাইট লেফটেন্যান্ট ক্যাম্প কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খান রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল শনিবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় সিলেটস্থ র‌্যাব-৯ এর সাথে সমন্বয় করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা গ্রামে অভিযান পরিচালনা করে সম্প্রতি ঘটে যাওয়া নরসিংদীর বেলাব থানা এলাকার ১১ বছরের শিশু ধর্ষণের প্রধান আসামী মিরাজ মিয়া (১৯) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত মিরাজ মিয়া নরসিংদী জেলার বেলাব থানাধীন দেওয়ানের চর গ্রামের মোঃ চাঁন মিয়া এর ছেলে। এজাহার সুত্রমতে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত অনুমান ২১.৪৫ ঘটিকার দিকে শিশুটির  (১১)  মা  (৩৬) শিশুটিকে ঘরে একা রেখে বাড়ির পাশে একটি মাজারে জান। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ঘরের ফাঁকা জানালা দিয়ে চুপিসারে ঘরের ভিতরে প্রবেশ করে বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেয় এবং শিশুর (১১)কে মুখে ওড়না বেঁধে জোর পূর্বক ধর্ষণ চেষ্টাকালে সে আত্মচিৎকার শুরু করলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যায়।ঘটনাটি স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে  চাঞ্চল্যের সৃস্টি হয়। ঘটনার পর থেকেই উক্ত ঘটনার সাথে জড়িত একমাত্র আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১১। পরবর্তীতে র‌্যাব-১১, গোয়েন্দা সুত্র ধরে জানতে পারে যে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে।উক্ত এলাকা র‌্যাব-৯ এর আওতাধীন হওয়ায় র‌্যাব-১১ ও র‌্যাব-৯ যৌথভাবে উক্ত আসামীর অবস্থান নির্ণয়ে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সুত্র ধরে এ ব্যাপারে নিশ্চিত হয় যে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা সীমান্তবর্তী এলাকার নোম্যান্সল্যান্ডের পাশে আত্মগোপন করে আছে। সীমান্ত এলাকা হওয়ায় ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্প ও  র‌্যাব-৯ এর সাথে সমন্বয়পূর্বক উক্ত আসামীকে নোম্যান্সল্যান্ড এর পাশে অভিযান পরিচালনা করে মৃত হাসিম মিয়ার বাড়ী থেকে গ্রেফতার করে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।উল্লেখ্য, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। নরসিংদী জেলায় সংগঠিত ধর্ষণ, হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী,ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংগঠিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র‌্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD