শিবপুর প্রতিনিধি:
শিবপুরে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারী রোজ সোমবার বিকেলে শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোহসীন নাজির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।তিন দিন ব্যাপী অনুষ্ঠিত খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ কামাল হোসেন, আলমগীর হোসেন ও অন্যান্য ক্রীড়া শিক্ষকগন।প্রতিযোগিতা শেষে সোমবার বিকেলে আমন্ত্রিত অতিথিগন বিজয়ী খেলোয়াড়দের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।