নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ১৫ রমজানে সার্কিট হাউজে অত্যন্ত মনোরম পরিবেশে জেলা প্রশাসন নরসিংদীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের এমপি মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতিক, পলাশের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত মহিলা এমপি তামান্না নুসরাত বুবলী।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। মঞ্চে ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, পিআইবি নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলামমোস্তাফা মিয়া, বীরমুক্তি যোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, অধ্যক্ষ ড . মশিউর রহমান,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হোসেন শিশির, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, শিল্পপতি নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন। এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে জেলা ও পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক, ব্যবসায়ীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিল।জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদীর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ জেলা প্রশাসনের সুন্দর আয়োজনের প্রশংসা করেন।দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি নাসির উদ্দিন কাসেমী, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোতাহার হোসেন অনিক।