নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পলাশ উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন ১৬ই মে সোমবার সকাল ১০ ঘটিকায় পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এড. এ.বি. এম রিয়াজুল কবির কাউছার, সাবেক পানিসম্পদ প্রতি মন্ত্রী নরসিংদী সদরের সফল এমপি লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু বীর প্রতিক, সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, নরসিংদীর ৩ শিবপুরের সফল এমপি জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী গাজীপুর সংরক্ষিত মহিলা এমপি তামান্না নুসরাত বুবলী। আর উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পলাশ উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মোজাহিদ হোসেন তুষার। পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বারবার নির্বাচিত সফল এমপি আলহাজ ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপের সভাপতিত্বে ত্রি- বার্ষিক সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি. এম. তালেব হোসেন। ত্রি- বার্ষিক সম্মেলন সঞ্চালনায় ছিলেন ওবায়দুল কবির মৃধা। সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সম্মেলনে যোগদান করে। ত্রি- বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অদিবেশনে উপস্থিত ডেলিগেট ও কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে তৃতীয় বারের মতো পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি নির্বাচিত হন। জিনারদী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন।