শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) সকাল ১১টায়প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান ও বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূইয়া।
প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোমেন খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নূরচান, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, সাবেক আহবায়ক বদরুল আলম ও আলম খান, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, আরিফুল ইসলাম খান, সহ সভাপতি সোহেল মিয়া, প্রচার সম্পাদক মাহাবুব খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক শাহীন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, মোঃ ডালিম খানসহ সদস্যবৃন্দ।