নিজস্ব প্রতিবেদক:
রোববার (৩১ জুলাই) রাতে ছাত্রলীগের সভাপতি আর নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য ৫ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন আহসানুল ইসলাম রিমন এবং সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন।
আহসানুল ইসলাম রিমন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও শাহজালাল আহমেদ শাওন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন; সহ-সভাপতি শিব্বির আহমেদ শিবলী, সরোয়ার হোসেন ফয়সাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ জোবায়ের। একই সঙ্গে জাহেদুল ইসলাম ভূঞা পনিককে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও শোয়েব রায়হানকে সদস্য করা হয়েছে।