নিজস্ব প্রতিবেদক:
৯০’র দশক থেকে আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করছেন নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের আবুল কাশেম ভূইয়া। তিনি উত্তর সাধারচর গ্রামের মুসলিম পরিবারে ১৯৬৩ সালে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মৃত- জাফরআলী ভূইয়া ও মাতার নাম মৃত- সবমেহের বেগম। ৯০’র দশক থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে শ্রমিকলীগের মাধ্যামে রাজনীতি পথ চলা শুরু করেন। ছোট বেলা থেকেই পর উপকারি মনুভাব নিয়ে বড় হয়েছেন তিনি। তিনি ২২ নং সৈদেরখলা প্রথমিক বিদ্যালয় উন্নয়নে অনেক ভূমিকা পালন করেছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সামর্থ অনুযায়ি সহযোগিতা করে আসছেন। দক্ষিন সাধারচর উচ্চ বিদ্যালয় উন্নয়নে আজ করেছেন তিনি। দক্ষিন সাধারচর বাজারে আওয়ামীলীগ কার্যলয়ের সার্বিক সহযোগিতা করেছেন। অসহায় গরিব দুঃখী মানুষের চিকিৎসা ও সাবিক সহযোগিতায় প্রতিনিয়তই করে আসছেন তিনি। জাতিয় শোক দিবস উদযাপন উপলক্ষে নিজ উদ্যোগে বিভিন্ন কর্ম সূচি পালন করে আসছেন। কালার বাড়ি ১৯ নং সৈদেরখলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর বৃদ্ধির লক্ষে প্রতি রমজান ঈদে ঈদ সামগ্রী বিতরন করে আসছেন। করুনা কালিন সময় আবুল কাশেম ভূইয়া কর্মহীন মানুষের মাঝে সাস্থসূরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতন করে ছিলেন, বন্যার সময় ও মানুষের মাঝে খাদ্র সামগ্রী বিতরন করেছেন। জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে তিনি আজ নরসিংদী জেলা শ্রমিক লীগের সদস্য হয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষায় জেলায় কর্ম পরিচালনা করে আসছেন।