নিজস্ব প্রতিবেদক
আজ ১৯ নভেম্বর নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০২২–‘২৪ নির্বাচনের মনোনয়নপত্র উৎসবমুখর পরিবেশে জমা দিয়েছেন প্রার্থীরা। জানা যায় , নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক বাবু মাখন দাস , সদস্য শাহীন ভুইয়া ও মাসুম বিল্লাহ সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেন । জানা যায় , এ নির্বাচনে জেনারেল পরিচালক নির্বাচিত হবেন ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২৭ জন , সাধারণ সদস্য নির্বাচিত হবেন ৬ জন প্রার্থী হয়েছেন ১৫ জন ।
তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রি করেন ১২ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত । মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ নভেম্বর ২০২২ ইং পর্যন্ত , প্রত্যাহারের তারিখ ২৩ নভেম্বর , নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী একুশে ডিসেম্বর ২০২২ ইং। মোট ভোটার সংখ্যা জেনারেল ১৫৬৫ , সাধারণ শ্রেণী ৯৮৭ । বর্তমান সফল প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ( সি,আই,পি) নেতৃত্বে নতুন প্রেসিডেন্ট প্রার্থী আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লার প্যানেলে ১৮ জন জেনারেল ও সাধারণ একটি পূর্ণাঙ্গ প্যানেল একসাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন । অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক বাবু মাখন দাসের নিকট জমা দিয়েছেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক বাবু মাখন দাস জানান একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিব । যাতে করে নরসিংদীর ব্যবসায়ীরা আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে আমরা সকলের সহযোগিতা ও দোয়া চাই । অপরদিকে বর্তমান প্রেসিডেন্ট আলী হোসেন শিশির বলেন , নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং চেম্বারের আরো উন্নয়ন হবে । আগামী দিনে ভোটের মাধ্যমে চেম্বারের প্রেসিডেন্ট নির্বাচিত করুন আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লাকে আমি সর্বাক্তক সহযোগিতা করব।