নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শিবপুর উপজেলার সবুজ পাহাড় (অনার্স) কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সর্ম্পরকিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য নরসিংদী ৩ শিবপুর সংসদ সদস্য আলহাজ¦ জহিরুল হক ভূঁইয়া মোহন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহান সাজু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ সুলতান উদ্দিন মোল্লা। তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও অত্র কলেজের গর্ভনিং বডি সভাপতি মোঃ বশিরুল ইসলাম এর সভাপতিত্বে শার্বিকতত্বাবধানে ছিলেন অধক্ষ মোঃ গিয়াস উদ্দিন। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ ভূইঁয়া। তালেব হোসেন একাডেমির পরিচালক বিলকিছ আক্তার পুরষ্কার দাতা হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক – শিক্ষীকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।