শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকারই প্রয়েজনীয় সংস্কার করবে ————- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কৃষক দলের কেন্দ্রীয়নেতা বিল্পবকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ শিবপুরে ব্যাবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত
নরসিংদীতে শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নরসিংদীতে শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নরসিংদী জেল প্রতিনিধি   : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার ( ৫ আগস্ট ) বিকেলে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, নরসিংদী জেলা মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায়, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু নইম মোহাম্মাদ মারুফ খান এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু , (বীর প্রতীক) এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আসমা সুলতানা নাসরীন,জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ। উক্ত ফুটবল ম্যাচে নরসিংদী পৌরসভা ও নরসিংদী সদর উপজেলা পরিষদ নামে দুইটি দল অংশ নেয়। নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র জহির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া উভয় দলের নেতৃত্ব দেন। পাল্টাপাল্টি আক্রমণ ও উত্তেজনাপূর্ণ খেলায় নরসিংদী পৌরসভা ২-০ গোলে নরসিংদী সদর উপজেলা পরিষদকে পরাজিত করেন। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা উপস্থিত থেকে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD