নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুর উপজেলা আইয়ুব পুর ইউনিয়ন বিএনপি’র মৃত নেতৃবৃন্দের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১১ ই আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বংশিরদিয়া ভূইয়াপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবুল কালাম ভূঁইয়া ও লিয়াকত হোসেন সহ ইউনিয়ন বিএনপি’র মৃত নেতৃবৃন্দের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাব দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাব্দার,শিবপুর উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান শরিফ ইকবাল রাসেল , বাঘা ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুর রহমান ভূঁইয়া, আইয়ুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকার এর সভাপতিিত্বে মাহফিল পরিচালনা করেন শিবপুর উপজেলা যুবদলের আপেল মাহমুদ সুমন। এছাড়াও মিলাদ মাহফিলে ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন