সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন কবর বাসীর মাগফিরাত কামনায় হেরার আলো ইসলামী পাঠাগারের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত রায়পুরা উপজেলায় জয়িতা অন্বেষণে সম্মাননা প্রদান নরসিংদীতে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর রায়পুরায় আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ১০ জন আহত নরসিংদীতে ’চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ফোরাম কমিটি গঠন শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন নরসিংদীতে চুরি করে বাজারে বিক্রি করার সময় টিসিবির ৩০ বস্তা চাল আটক
নরসিংদী মাধবদীর বল ভদ্র দিতে প্রবাসীর স্ত্রী নিয়ে দ্বন্দ্বে আহত ১

নরসিংদী মাধবদীর বল ভদ্র দিতে প্রবাসীর স্ত্রী নিয়ে দ্বন্দ্বে আহত ১

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বল ভদ্র দি গ্রামে প্রবাসীর স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বে আহত ১। এলাকাবাসী সূত্রে জানা যায় বল ভদ্রদী গ্রামের বাবুল মিঞার কন্যা মোসাম্মৎ জেরিন আক্তার গত এক বছর পূর্বে রূপগঞ্জ উপজেলার তারৈল গ্রামের প্রবাসী রানা মিয়ার সাথে বিবাহ হয়। বিবাহর পর রানা দীর্ঘ আট মাস জেরিন এর সাথে ঘর সংসার করে পুনরায় সে কর্মস্থল প্রবাসে চলে যায়। রানা মিয়া প্রবাসে যাওয়ার পর গত কুরবানী ঈদে জেরিন তার বাবার বাড়িতে বেড়াতে আসে। জেরিন তার বাবার বাড়িতে থাকা অবস্থায় একই গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে রবিউল মিয়ার কুদৃষ্টি পড়ে। এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত রবিউল তার অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য প্রবাসীর স্ত্রী জেরিনকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে থাকে। রবিউল ফুসলিয়ে জেরিনকে নিয়ে ও প্রবাসীর দেওয়া স্বর্ণালংকার নগদ টাকা পয়সা সহ উধাও হয়ে যায়। অপরদিকে প্রবাসীর পরিবার পুত্রবধূ জেরিনকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। গত ৫ ই আগস্ট শনিবার রবিউল জেরিনকে নিয়ে বল ভদ্র দি গ্রামে আসলে প্রবাসী রানার পরিবার ও আত্মীয়-স্বজন তাদের দুজনকে আটক করে। এতদিন কোথায় ছিল তাদের কাছে জানতে চাইলে তারা বলে একে অপরকে বিবাহ করেছে। এলাকাবাসী যখন তাদেরকে জিজ্ঞেস করে প্রবাসী স্বামীকে ডিভোর্স না দিয়ে রবিউলকে বিবাহ করা যায় কিনা তখন তারা কোন সঠিক উত্তর দিতে পারেনি। প্রবাসীর পরিবার যখন তাদের স্বর্ণ অলংকার ফেরত চায় তখন উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এক পর্যায় রবিউল আহত হয়। আহত রবিউলকে পরিবার উদ্ধার করে চিকিৎসা করায়। এ বিষয় নিয়ে এলাকার চাঞ্চল্য বিরাজ করছে। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD