৩১ অক্টোবর ২০২৩ বর্তমান রাজনৈতিক এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত উদ্ভূত পরিস্থিতিতে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ও পরিবহন নিশ্চিতকরণ, ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখা, যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করণ এবং সর্বোপরি সাপ্লাই চেইন নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে এক জরুরি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। আলোচনায় বক্তারা উদ্বেগের কথা জানালে সভাপতি উদ্ভূত পরিস্থিতিতে কল-কারখানাসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।