বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন কবর বাসীর মাগফিরাত কামনায় হেরার আলো ইসলামী পাঠাগারের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত রায়পুরা উপজেলায় জয়িতা অন্বেষণে সম্মাননা প্রদান নরসিংদীতে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর রায়পুরায় আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ১০ জন আহত নরসিংদীতে ’চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ফোরাম কমিটি গঠন শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন নরসিংদীতে চুরি করে বাজারে বিক্রি করার সময় টিসিবির ৩০ বস্তা চাল আটক
মনোহরদীতে জমি সংক্রান্ত বিরুধের জের মামলার আসামি প্রভাষক, ছাত্র, নার্স ,সাবেক মেম্বার ও সাধারণ কৃষক

মনোহরদীতে জমি সংক্রান্ত বিরুধের জের মামলার আসামি প্রভাষক, ছাত্র, নার্স ,সাবেক মেম্বার ও সাধারণ কৃষক

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার মনোহরদী থানাধীন পীর পুর গ্রামে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে ঘরে আগুন দেওয়ার মামলার আসামি হয়ে বাড়ি ছেড়ে ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে খিদির পুর ডিগ্রি কলেজের প্রভাষক, সাবেক ইউপি সদস্য, কলেজ ছাত্র, নার্স ,মক্তবের হুজুর ও সাধারণ কৃষক। এতে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। মামলা সূত্রে জানাযায়, মনোহরদী খিদির পুর ৮ নং ওয়ার্ডের ফররুখ আহম্মেদ মুকুল গংদের সাথে একই গ্রামের ব্যবসায়ী সাজরাতুল ইসলাম গংদের সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরুধ চলে আসছে। গত ৫/১১/২০২৩ তারিখ মাগরিবের নামাজের পর সাজরাতুলদের ঘরে আগুন লাগে।এতে ঘরে থাকাএকটি খাট একটি টেবিল, তোষক ও বালিশ পুরে যায়।এই ঘটনায় মামলার আসামি করা হয় ফখরুল আহম্মেদ মুকুল (৬০) পিতা মৃত মজিবুর রহমান, স্বপন মিয়া পিতা মৃত মজিবুর রহমান (৫০),কানন মিয়া(৫৫)পিতা মৃত মোজাম্মেল হক,গোলাম কিবরিয়া (২৫) পিতা স্বপন মিয়া, গোলাম মাওলা(২০) পিতা স্বপন মিয়া,মামুন মিয়া (২৫) পিতা মৃত চাঁন মিয়া, আরমান মিয়া(৩২) পিতা মৃত জালাল উদ্দীন সর্ব সাং পীরপুর, উপজেলা মনোহরদী । সরেজমিনে জানাযায়, ফররুখ আহমদ মুকুল কৃষক, স্বপন মিয়া কৃষক, মাহমুদুল হক কানন মিয়া খিদির পুর ডিগ্রি কলেজের প্রভাষক, গোলাম কিবরিয়া ঢাকায় একটি হাসপাতালে নার্সের চাকরি করে, গোলাম মাওলা কলেজে লেখা পড়া করে,মামুন চালাকচর বাজারে মুদি ব্যবসা করে,আরমান খিদির পুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। এলাকাবাসী জানায় ফখরুলদের সাথে সাজরাতুল দের জমি নিয়ে বিরুধ থাকেলও ঘরে আগুন দিবে এটা বিশ্বাস করা যায় না। এ বিষয়ে ফররুখ আহম্মেদ মুকুল বলেন, সাজরাতুলরা আমাদের চাচা তো তাই। আমার পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন দখল করে আসছে। আমরা আমাদের সম্পত্তি ফেরত চাইলে তারা ঘর পুড়া মামলা দিয়ে হয়রানি করছে। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। স্বপন মিয়া বলেন, আমি সাধারণ কৃষক, সাজরাতুলরা আমাদের জমি জবর দখল করে আসছে।আর এর প্রতিবাদ করায় আমাকে ও আমার ছেলেদেরকে ঘর পুড়া মামলা দিয়ে হয়রানি করতেছে। আমার ছেলেরা যাতে সরকারি কোন চাকরি করতে না পারে, তাদের ভবিষ্যৎ জীবন ধ্বংস করার জন্য এই মামলা দিছে। গোলাম কিবরিয়া বলেন,আমি ঢাকা একটি হাসপাতালে নার্সের চাকুরি করি।ঘটনার সময় আমি ঢাকায় আমার কর্মস্থলে ছিলাম। আরমান মিয়া বলেন, আমি খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। গত নির্বাচনে ও আমি প্রার্থী ছিলাম। সাজরাতুলের ছোট ভাই ও সদস্য প্রার্থী ছিল।এতে সাজরাতুল আমার উপর ক্ষিপ্ত এবং আমি অসহায় কৃষক ও খেটে খাওয়া মানুষদের পক্ষে কথা বলার কারনে মামলা দিয়ে হয়রানি করছে।তারা বিভিন্ন সময় আমাকে ফোনে হুমকি দেয় আমি যেন তাদের পক্ষে না থাকি। যেদিন ঘটনা ঘটে সেদিন আমি চট্টগ্রাম ছিলাম, তারপরও আমাকে ঘরে আগুন দেওয়ার মামলায় আসামি করা হয়।  সাজরাতুলের মা সাবিহা সুলতানার কাছে আগুন লাগার বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,বাড়িতে আমি ছাড়া ছেলেমেয়েরা কেউ থাকেনা। আগুন কিভাবে লাগছে আল্লাহ জানেন।আমি কাউকে দেখিনি।আমি মাগরিবের নামাজ পড়ে ঘরে ছিলাম।আগুন দেখে বাইরে আসি। মসজিদের লোকজন এসে আগুন নিবায়।ফায়ার সার্ভিসের গাড়ি আসছিল। সাজরাতুল ইসলাম বলেন, জমি নিয়ে তাদের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব। তারা আমাদের দুই বিঘা জমি খারিজ করে নেয়।আমরা এই খারিজ বাতিল করি।এখনো জমি নিয়ে দ্বন্দ্ব আছে। আগুন লাগার দিন আমি গাউছিয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। ফোনে আগুন লাগার কথা শুনে বাড়িতে আসি।এ ঘটনায় আমি মনোহরদী থানায় মামলা করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD