শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ নরসিংদীতে চাঞ্চল্যকর খুনের রহস্য উদঘাটন করেন পিবিআই পুলিশ সংস্কার কখনও বটগাছের মত এক জায়গায় দাড়িয়ে থাকে না —-রুহুল কবির রিজভী শিবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তারেক গ্রেপ্তার শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শিবপুরে বিএনপির আনন্দ মিছিল, নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত শিবপুরে ঘা”তক স্বামী ও শাশুড়ি গ্রেফতার নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ভরতের কান্দী যুব সমাজের উদ্যোগে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৪ ইং অনুষ্ঠিত

ভরতের কান্দী যুব সমাজের উদ্যোগে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৪ ইং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
  ১৬/২/২৪ ইং শুক্রবার বিকেলে ভরতের কান্দী হাজী সমশের আলী উচ্চ বিদ্যালয় মাঠে ভরতের কান্দী যুব সমাজের উদ্যোগে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান ও নরসিংদী সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান , নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী। প্রধান অতিথি বলেন খেলাটা অত্যন্ত সুন্দর হয়েছে,আমরা সকলেই এই মাঠটা, এই খেলাটা এই ভরতের কান্দী গ্রামটা কিন্তু আমাদের খুব প্রিয় এই খেলাটি প্রতি বছর হোক এটা আমরা চাই , আমি ধন্যবাদ জানাই এই খেলা আয়োজকদের এবং উপস্থিত দর্শক ভাইদের কে , যারা এই খেলার আয়োজন করেছেন,এমন সুন্দর একটি খেলা আমাদের কে উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য ,পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে খেলা উপভোগ করার জন্য সুন্দর ভাবে সহযোগিতা করছেন। আজকের এই খেলার আয়োজক যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করিব প্রতি বছর আমাদেরকে এই খেলাটি উপভোগ করার জন্য আয়োজন করিবেন ,আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে এবং প্রথম পুরস্কার প্রতি বছর আমার পক্ষ থেকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এড মোহাম্মদ আলী সরকার টুটুল এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এন,এম, ইকবাল হোসেন শাকিল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মোঃ মনিরুজ্জামান মনির চেয়ারম্যান প্রার্থী পুটিয়া ইউনিয়ন পরিষদ ও যুগ্ন-সাধারণ সম্পাদক নরসিংদী আয়কর আইনজীবী সমিতি, উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিট এর সহ-সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান ও শিবপুর প্রেসক্লাব এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমেন খান ।বিশেষ সহযোগিতায় এন,এম, ইমরান হোসেন শামীম, সমাজসেবক, মোঃ সোহরাব হোসেন,বি,এস,সি (অনার্স )এম এস সি ( গণিত), পৃষ্ঠপোষকতায়, মোঃ আল হাদী খন্দকার ,সমাজসেবক বড়তেরকান্দী,। শুভেচ্ছান্তে আখতারুজ্জামান মোল্লা রাসেল ও মোঃ আয়েছ আলী মিয়া । সার্বিক ব্যবস্থাপনায় শিমুল মোল্লা, ইউসুফ মিয়া, ইয়াসিন মিয়া, রাসেল মিয়া ,মোহাম্মদ এনামুল হক বিজয় ,মেহেদী হাসান পারভেজ মোল্লা, মোঃ খাইরুল মোল্লা। খেলায় অংশগ্রহণ করেন চরসুজাপুর লোকাল বয়েজ ,বনাম ইয়াশা স্পোটিং ক্লাব মরজাল। খেলায় চরসুজাপুর লোকাল বয়েস ২-১ গোলে বিজয়ী হয়। সার্বিক ব্যবস্থাপনায় ,শিমুল মোল্লা, ইউসুফ মিয়া ,ইয়াসিন মিয়া, রাসেল মিয়া ,মোহাম্মদ এনামুল । হক বিজয় মেহেদী হাসান পারভেজ মোল্লা মোঃ খাইরুল মোল্লা। খেলায় অংশগ্রহণ করেন চরসুজাপুর লোকাল বয়েস বনাম ইয়াশা স্পোটিং ক্লাব মরজাল। খেলা চর সুজাপুর লোকাল বয়েজ ৪ / ২ গোলে বিজয়ী হয। খেলায় প্রথম পুরস্কার ছিল ফ্রিজ মূল্য ৩২ হাজার ৫০০ টাকা দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি টিভি মূল্য ১৫০০০ টাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD