জেলা প্রতিনিধি নরসিংদী ঃ ছুটি না নিয়েই উধাও হয়ে গেলেন শিবপুর সাব রেজিস্ট্রার মোঃমাহবুব হোসেন।এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে সকাল থেকে দলিল করতে আসেন অনেক গ্রাহক।সাব রেজিস্ট্রারকে না পেয়ে হতাশ হয়ে চলে যান অনেকেই।কিন্তু তারপরও কিছু গ্রাহক দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত থেকে যান অফিসে। অদ্য ১৩/৬/২৪ ইং বৃহস্পতিবার সরকারি কর্ম দিবস থাকলেও অফিস না করে নিজের বাড়ি গোপালগঞ্জে চলে যান শিবপুরের সাব রেজিস্ট্রার মোঃ মাহবুব হোসেন। সরজমিনে দুপুর ১২:৩০ মিনিটে অফিসে গিয়ে দেখা যায়,অফিসের সকল স্টাফরা আছেন, অফিস খোলা আছে সাব রেজিস্ট্রারের খাস কামরার বাইরে অপেক্ষা করছে দলিল করতে আশা বহু গ্রাহক কিন্তু সাব রেজিস্ট্রার আছেন গোপালগঞ্জ।গ্রাহকদের বলা হয়েছে সাব রেজিস্ট্রার আছেন। খাস কামরার ভিডিও নিতে গেলে,সাব রেজিস্ট্রি অফিস সহায়ক কেশব নামের এক ব্যক্তি বাধা সৃষ্টি করে বলেন,আপনি কি অনুমতি নিয়েছেন,স্যার ছুটিতে আছেন ,একটু আগে দরখাস্ত অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। সাব রেজিস্ট্রার অফিস না করলে এক সপ্তাহ আগে সেটি সবাইকে জানিয়ে দেওয়া হয়।তিনি আজ অফিস করবেন না সেই দরখাস্ত অদ্য দুপুরে কেন যাবে ,তখন সাব রেজিস্টার গোপালগঞ্জে । ঈদুল আযহা কে সামনে রেখে অনেকেই দলিল করতে যান শিবপুরে কিন্তু সেইসবের কোন তোয়াক্কা করেননি তিনি। নিজের মন মতো খেয়াল খুশি অনুযায়ী চালাচ্ছেন অফিস।তার এমন বিতর্কিত কর্মকান্ডে সরকার হারিয়েছে রাজস্ব হয়রানির শিকার হয়েছেন গ্রাহক। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির খবর।সে বিষয়ে চলছে অনুসন্ধান।অফিস সহায়ক কেশবও দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা।এ বিষয়ে বক্তব্য নিতে সাব রেজিস্টার মো: মাহবুবুর হোসেন কে মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি। নরসিংদী ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সরকার লুৎফর কবিরের মোবাইলে ফোন দিলে তিনি জানান,আমাকে বলেছিল ছুটি নিবে, দরখাস্তটা আমি এখনো পাইনি। জানাযায় স্হানীয় কয়েকজন সাংবাদিক নামক কিশোর গ্যাং লিডার কে মাসিক বেতন ভাতা দিয়ে লালন পালন করে থাকে ,যাতে অন্য কোন সাংবাদিক অফিসিয়াল কোন তথ্য ,ছবি বা ভিডিও করতে না পারে। সাংবাদিকের উপস্থিতির খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ৫/৬ জন সাংবাদিক নামক কিশোর গ্যাং লিডার উপস্থিত হয়ে প্রকৃত সাংবাদিকদের কর্মকান্ডে বিঘ্ন সৃষ্টি করে এবং হাত পা ভেঙ্গে পুলিশের দিবে বলে হুমকি দেয়।এ বিষয়ে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন ।