নিজস্ব প্রতিবেদক : ৭ জুলাই, ২০২৪ তারিখে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)- সিলেট- তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং উভয়পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় শিল্প মন্ত্রী জনাব নূরুল মজিদ হুমায়ূন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। উক্ত প্রকল্পে ক্ষতিগ্রস্থ ১০ জন এবং “ পাঁচদোনা- ডাঙা- ঘোড়াশাল জেলা মহাসড়ক একস্তুর নিচু দিয়ে উভয়পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ “ প্রকল্পে ক্ষতিগ্রস্থ ০১ জনসহ মোট ১১ জনকে সর্বমোট ৩,৯৪,৫৬,৭০১/- ( তিন কোটি চুরানব্বই লক্ষ ছাপান্ন হাজার সাতশত এক ) টাকার ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত ভূমি অধিগ্রহণ সমস্যা গুলো খুব দ্রুত সমাধানের জন্য সরকার বর্তমানে সচেষ্টা রয়েছে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন ভূমি অধিগ্রহণ সমস্যা গুলো আমরা কেস বাই কেস খুব দ্রুততা এবং নিষ্ঠার সাথে কোন প্রকার হয়রানি ছাড়াই সমাধানের চেষ্টা করা হচ্ছে।