বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবপুর উপজেলার সকল শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা ও তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করেছে। রবিবার (২৫ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডঃ আসাদুজ্জামান রিপন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটো, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আমজাদ, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা