নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যাক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবরা দুপুর ২টায় প্রকাশ্য দিবালোকে শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহের গেইটের সামনে এ হত্যাকান্ড সংগঠিত হয়। খবর পেয়ে পুলিশ ডিবি পুলিশ ও সেনাবাহীনর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হানিফের নামে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। নিহত হানিফ চৌয়ালা এলাকার কালাম মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানাযায়, পূর্ব শক্রতা,পারিবারিক বিরোধ ও ব্যাবসা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ডিবি পুলিশ ও সেনাবাহিনর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ৪ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। । নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান বলেন,পূর্ব শক্রতার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।