নিজেস্ব প্রতিনিধি,শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের কাঁচারি বাজারের পোল্ট্রি ফিড ব্যবসায়ী দত্তের গাঁও গ্রামের দৌলত হোসেন খানের হত্যায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পিবিআই ।
খুনিরা দৌলত খানকে গভীর রাতে চাপাতি,চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে বীর দর্পে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় হত্যায় জড়িত থাকা খুনিরা ।
বৃহস্প্রতিবার রাতে প্রযুক্তির সহায়তায় পিবি আইয়ের একটি চৌকুস টিম এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতারকৃতরা হলেন দত্তের গাঁও মধ্য পাড়া গ্রামের ডানে বাবু( ২২) ও ডানে ডাক নাম ডাংকু (৩৫)।এই ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি আসামীদের গ্রেফতারের বিষয়টি শিকার করেছেন।