নিজস্ব প্রতিবেদক,
নরসিংদী জেলা বিএনপি’র ১ম সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টারের ব্যাক্তিগত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৪ অক্টোবর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মার্কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভুঁইয়া জুয়েল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল মোল্লা, সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, যুবদল আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুন খন্দকার, সিনিয়র যুগ্ন সম্পাদক শামীম গফুর, সাংগঠনিক সম্পাদক মতিন মাস্টার, পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,পৌর শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল হোসেন তোফো, সাধারন সম্পাদক তাজেল মিয়া, শিবপুর পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন মুকুলসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।