নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। তিনি বৃহস্পতিবার ( অক্টোবর ১০) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দক্ষিণ কারারচর সার্বজনীন পুজা মন্ডপ, শরীফপুর ঠাকুরবাড়ী পুজা মন্ডপ, শিবপুর থানা ভক্ত সংঘের পুজা মন্ডপ, পৌরসভা শ্রী কৃষ্ণ চরন বর্মনের বাড়ি পুজা মন্ডপ, চক্রধা বিপ্লব চক্রবর্তীর বাড়ীর পুজা মন্ডপ, নোয়াদিয়া পুজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন। এছাড়া তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আফজাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।