আবুনাঈম রিপন : নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর দুলালপুর মোর নিজ বাড়িতে ২৫ইং অক্টোবর শনিবার মরহুম রমিজ উদ্দিন ফকির এর ষস্টতম মৃত্যু বার্ষিকী পালিত হয়। স্থানীয় এতিমখানার শিশুরা সকালে কোরআন খতম, কবর জিয়ারত,এবং দুপুরে, দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নরসিংদী জেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট ব্যাবসায়ী,ওমেন চেম্মার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ‘র প্রতিষ্ঠাতা, সাবেক ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট,নরসিংদী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, মরহুম রমিজ উদ্দিন ফকির ঢাকা স্ত্রয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ইং অক্টোবর ২০১৯ এ শেষ নিঃশাস ত্যাগ করেন । তিনি মানুষের কল্যানে সারাটা জীবন কাজ করে গেছেন।