নরসিংদী প্রতিনিধি:
২৮ অক্টোবর, নরসিংদীর হাজিপুর ইউনিয়নে শহীদ সাইফুল ইসলাম ও তার ভাই রিপনের ১৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি হাজিপুর প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের আহ্বায়ক তানভীর আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হান্নান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বাসেত, রবিউল ইসলাম, গোলাম কবির, কামাল ফারুক উদ্দিন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ সাইফুল ইসলাম ও রিপনের হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেন। তারা অভিযোগ করেন যে, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাইফুল ইসলাম ও তার ভাই রিপনকে নির্মমভাবে হত্যা করে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। এখনো এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার হয়নি, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তার বক্তব্যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে বলেন, “শেখ হাসিনার শাসনামলে ছাত্র জনতার ওপর যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তার জন্য তাকে বাংলার মাটিতে বিচার মুখোমুখি হতে হবে।”
অনুষ্ঠানে শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মাহলাম সরকার , প্রতিষ্ঠাতা সভাপতি নরসিংদী সদর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিদ সরকার
হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া চিনিসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন রুবেল উপস্থিত ছিলেন ।