৩০ অক্টোবর বুধবার বিকাল ৩ ঘটিকায় নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ বোরহান উদ্দীনের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু ছালেহ চৌধুরী ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র(ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য বি জে রশিদ নওশের, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদুৎ, জেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।