সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুর তৃণমূল বিএনপি’র বিশ্বাস ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মনজুর এলাহীর হাতে থাকবে ধানের শীষ
রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

রায়পুরায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রায়পুরা পৌরসভার রামনগর এলাকার ভাড়া বাসা থেকে ঘরের জানালার গ্রিল কেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আল আমিন উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১২ টার দিকে আত্মহত্যার বিষয়টি জানতে পারে রায়পুরা থানা পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলায় ওড়না প্যাঁচানো সিলিং ফ্যানে নিথর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় রুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকার কারণে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ কনে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আল আমিনের বাবা মন্টু মিয়া বলেন, প্রায় এক বছর আগে আমার ছেলে নরসিংদীর টাউয়াদী এলাকার মিজানের মেয়ে রিয়া মনিকে ভালবেসে বিয়ে করে। বিয়ের পর তার স্ত্রীকে নিয়ে রায়পুরা পৌর এলাকার রামনগর হাটি একটি ভাড়া বাসায় থাকতো। যে কোনো মানসিক চাপে সে আত্মহত্যা করে থেকতে পারে।
নিহতের মা সালেহা বেগম জানায়, সকাল ৯টার দিকে মোবাইলে ছেলের সঙ্গে কথা বলেন তিনি। এসময় ধান কাটার জন্য তার বাবা বউকে সাথে নিয়ে বাড়ি আসতে বলেছেন বলে ছেলেকে জানান। বিকেল বাড়ি আসবেন বলে ফোন রেখে দেয় ছেলে। এর ঘণ্টা তিনেক পরেই ছেলের মৃত্যূর খবর শুনতে পাই। তবে আমি বলবো আমার ছেলে আত্মহত্যা করে তাকে মারা হয়েছে।
নিহতের স্ত্রী রিয়া জানান, তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো।
রায়পুরা থানার পরিদর্শক তদন্ত পবির কুমার বলেন, মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে অনুমান করছি সে নিজেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তদন্ত রিপোর্ট পেলেই বিষয়টি পরিষ্কার হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD