স্টাফ রিপোর্টার:
চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ফোরাম, নরসিংদী’র কমিটি সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য গঠন করা হয়। গত ০৬ ডিসেম্বর শুক্রবার নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে রয়েছেন- সভাপতি: মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি: জাহাঙ্গীর আলম সেলিম, সহ-সভাপতি: এডভোকেট কাজী নজরুল ইসলাম, আব্দুল বাতেন, রায়হানা বেগম, সাধারণ সম্পাদক: -ওবায়দুল ইসলাম, যুগ্ম সম্পাদক – কামরুজ্জামান কামাল, এম এ রউফ রাব্বু, সাংগঠনিক সম্পাদক: এডভোকেট মো. আহসান হাবীব সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক -আতিকুর রহমান, ট্রেজারার: এম এ মোমেন মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক : সৈয়দ মাহবুব তামিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: আক্তারুজ্জামান আক্তার, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক : শাহজাহান আলী খান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম মুন্নী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা ও রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন এই কমিটি ঘোষণা করেন। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন- সরকারি হাজী আসমত কলেজের উপাধ্যক্ষ এম এ রউফ রাব্বু, জয়নগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এম এ বাতেন, পাঁচকান্দি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান কামাল।
সাধারণ সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নরসিংদীর চবিয়ানরা একত্রিত হয়ে তাদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন। ১৪ তম ব্যাচ থেকে ৫২ তম ব্যাচের প্রাক্তন চবিয়ানরা একত্রিত হন। নরসিংদীস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন করেন। চবি ফোরামের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য রাখেন- অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হাবিব উল্লাহ, নরসিংদী জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট কাজী নজরুল ইসলাম, নরসিংদী জেলা হাসপাতালের হেলথ এডুকেশন অফিসার আখতারুজ্জামান আক্তার, নরসিংদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক এম এ মোমেন মিয়া, বাংলাদেশ বিমান এর ডেপুটি ডিরেক্টর কামরুল ইসলাম, নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জহিরুল হক সজল, পূবালী ব্যাংক মাধবদী শাখার ম্যানেজার শাহজাহান আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী মোমিনুল হক মনি, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. লুৎফুর কবীর, রায়পুরা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুজ্জামান, জাহিদুল ইসলাম প্রমুখ।
সাধারণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা, চরিয়ান হিসেবে পরিচিত হওয়ার সাথে সাথেই একে অন্যের প্রতি একটা অকৃত্রিম ভালবাসা জেগে উঠে। উচ্চশিক্ষা সম্পন্ন করে এখন সবাই বিভিন্ন সেক্টরে কর্মরত এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ে অনেকে প্রশংসনীয়ভাবে দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন, যা আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। কর্মব্যস্ত সাবেকদেরকে এক করার চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে এই ফোরাম। এখানে আসলে সবার সাথে দেখা হলে ছাত্রজীবনের অনেক স্মৃতি মনে পড়ে যায়, কর্মব্যস্ততা ভুলে এক তৃপ্তিময় মুহূর্ত অতিবাহিত হয় বলে সবাই মনের ভাব প্রকাশ করেন। বিকাল ৩ ঘটিকা হত রাত ৮ ঘটিকা পর্যন্ত সাধারণ সভার কার্যক্রম চলে।
সভায় অংশগ্রহণকারী চবিয়ানরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে চবি ফোরামের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে