নরসিংদী প্রতিনিধি : পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও আন্দোলন হতে পারে। এবারের বিপ্লবে তো তেমন কিছুই হয়নি। আবারও যদি বিপ্লব হয়, সেটা আরও ভয়াবহ হবে। সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন আশঙ্কার কথা ব্যক্ত করেছেন।
সফর রাজ হোসেন বলেন, এখন মানুষ আর আগের মতো নেই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘটনাস্থলকে ঘিরে ফেলে। মানুষের ভাবনা হলো, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলেই চাকরি করেছি। আমি কোনো দিন কোনো কিছুতে আপোষ করিনি। আমি তো সচিবও হয়েছি। প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করেন আমি সচিব হবো, পুলিশের বড় অফিসার হবো, সেটা ভুল ধারণা। তিনি সকলকে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগের পুলিশের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুশিল সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামিম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম সহ জেলার সকল উর্ধতন কর্মকর্তাগণ।