নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) বলেছেন, বিসিক থেকে শুধু প্লট নিলে হবে না, সেগুলোতে প্রাণ দিতে হবে। এই প্লট বিক্রি করে বিসিক শুধু টাকা পেল, এটা বিসিকের মূল উদ্দেশ্য নয়। বিসিক উদ্যোক্তা তৈরি করে, প্রশিক্ষণ দেয়, ঋণ সহায়তা দেয়। এরপর শিল্প পার্ক স্থাপন করতে প্লটও দেয়। প্লট দেয়ার উদ্দেশ্য হলো যারা নাকি উদ্যোক্তা তারা সেখানে শিল্প স্থাপন করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। আর এ প্লট যদি খালি থাকে তবে আসল উদ্দেশ্য ব্যর্থ হবে।
তিনি আরো বলেন, নরসিংদীতে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে ড্রাইং এবং বিভিন্ন শিল্প কারখানার মাধ্যমে পরিবেশ দূষিত হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে ইটিপি প্লান্ট নেই, সেসব প্রতিষ্ঠান দ্বারা পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বড় শিল্প মালিকরা তাদের প্িেরন ইটিপি প্লান্ট স্থাপন এবং তা পরিচালনা করতে হবে। সুতরাং আমরা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করব পাশাপাশি পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সে কাজগুলো আমাদের করতে হবে। শনিবার ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নরসিংদী জেলা কার্যালয় সাটেরপাড়া প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিগত দিনের অনিয়ম দুর্নীতি সহ সকল বৈষম্য দূর করতে দীর্ঘদিন পর এই প্রথম নরসিংদী বিসিক উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির আগমনে ব্যাপক প্রস্তুতি নিয়ে গ্রহণ করা হয়। তাকে বরণ করতে বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সরগরম দেখা গেছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিসিক আঞ্চলিক কার্যালয় এর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, নরসিংদীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক নরসিংদীর সহকারী মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম খান। এসময় আরো উপস্থিত ছিলেন বিসিক মার্কেটিং বিভাগ ম্যানাজার জাহাঙ্গীর আলম, নরসিংদী বাজার বনীক সমিতির সভাপতি মো. বাবুল সরকার, রায়পুরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন ও সহসভাপতি ফখরুল ইসলাম, জেলা যুবদল সি: সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি শাহান শাহ শানু, জেলা তাঁতীদলের সভাপতি মো. হুমায়ন কবির কামাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বপনা আহমেদ, বিশিষ্ট শিল্পপতি সিদ্দিক আহমেদ, নারী উদ্যোক্তা তাহমিনা সিদ্দিক, নরসিংদী জেলা শাখার পরিচালক মো. জুয়েল চৌধুরী, জেলা তাঁতীদলের যুগ্ম সম্পাদক সেলিনা রুপন্তি বন্যা প্রমুখ।