নিজস্ব প্রতিনিধি : শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাব্বত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা।বিশেষে অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,উপজেলা জামায়েতে ইসলামীর আমীর মুস্তাফিজুর রহমান কাওছার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নইম উদ্দিন,উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জিএস মাহবুবুর রহমান খান,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক মোল্লা,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ সারোওয়ার জুয়েল,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম মোল্লা,উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু প্রমূখ।