মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত শিবপুরে বিএনপি নেতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত নরসিংদীতে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী কতৃর্ক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান নরসিংদীতে গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার নরসিংদী পৌরসভার আওতাধীন অটো সিএনজি স্ট্যান্ডগুলোর নতুন ইজারাদার দায়িত্ব গ্রহন ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা শিবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ
নরসিংদীতে কৃষকদের মানববন্ধন

নরসিংদীতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীতে কৃষকদের উদ্যোগে মানববন্ধন হলো।” যে কৃষক জোগায় ক্ষুধায় অন্ন,সে কৃষক আজ কেন বিপন্ন “এ স্লোগানকে সামনে রেখে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীর প্রেসক্লাব এর সামনে জেলার কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।২৭ ইং ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কৃষক ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কৃষকরা এসব দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো- কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বীজ, সার , কীটনাশক সিন্ডিকেট মুক্ত করা, প্রতি উপজেলাতে কোল্ডস্টোরেজ ব্যবস্থা, ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষিঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা, বয়স্ক, পঙ্গু, অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা, উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রির ব্যবস্থা করা, উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, কৃষিপণ্য চলাচলে রেল বগি বরাদ্দ ও টোল প্রথা বিলুপ্ত করা, কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ফসল ভিত্তিক লোন ব্যবস্থা চালু করা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বীমা চালু করা।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ নরসিংদীর জেলা শাখার আহ্বায়ক মোঃ অলিউল্লাহ ভূঞা, রায়পুরা উপজেলার আহ্বায়ক মোঃ আলী হোসেন, শিবপুর উপজেলার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, আইয়ুবপুর ইউনিয়নের আহ্বায়ক আতিকুর রহমান আতিক, আমিরগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক মাইন উদ্দিন ভূইয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD