নিজস্ব প্রতিবেদক: নরসিংদী সদর উপজেলার মেহের পাড়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা বাবু সাধন চন্দ্র সূত্রধর অবসরজনিত বিদায় নেয়। ৩১ আগস্ট রবিবার মেহের পাড়া ইউনিয়ন ভূমি অফিসে শেষ কর্ম দিবস ছিল তার। শেষ কর্ম দিবসেও তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ১ সেপ্টেম্বর থেকে তিনি পি আর এল তে চলে যাচ্ছে। সূত্রে জানা যায় ১৯৮৯ সনের জুলাই মাসে নরসিংদী সদর শিল মান্দি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের মাধ্যমে প্রথম কর্মদিবস শুরু হয়েছিল। তিনি পর্যায়ক্রমে পাইকারচর , মাধবদী, কাঠালিয়া ,নরসিংদী পৌর, শিবপুরের বাঘাব ,নরসিংদী সদর হাজিপুর, মেহের পাড়া ,পাঁচদোনা, রায়পুরা পলাশ তলী ,আদিয়াবাদ ,ডৌকারচর ,চরসু বুদ্ধি ও বেলাবো বাজাবো পরে নরসিংদী সদর মেহের পাড়া থেকে বিদায় নেয়। বিদায় বেলা প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি বলেন উর্দ্বতন কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধার সাথে দীর্ঘ কর্মকালের ভুল ত্রুটি ক্ষমাচাই ও যে সকল এলাকায় কর্ম পরিচালনা করে আসছি ঐ সকল এলাকায় মনের অজান্তে কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমাচাই । নরসিংদী সদর মেহের পাড়া ইউনিয়ন ভূমি অফিসে বিদায়ের দিনও তিনি কর্ম পরিচালনা করেছেন নিষ্ঠার সাথে।